রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৬
রাজবাড়ী জেলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ১৯  অক্টোবর, ২০২৫( বাসস) : জেলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০ টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায়  মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, সভায় জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি উন্নয়ন প্রকল্পের কাজে গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  তাপস কুমার পাল, জেলা আনসারের উপপরিচালক আনোয়ারুল হক সরকার,  সিভিল সার্জন এস এম মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, এ ছাড়া পানি উন্নয়ন বিভাগ, বি আই, ডব্লিউ টি এ, বি আই ডব্লিউ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,  সমাজ সেবা, মহিলা অধিদফতরের, জেলা সমবায়, বিদ্যুৎ, পল্লি বিদ্যুৎ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপস্থিত কর্মকর্তারা চলমান উন্নয়ন প্রকল্প, বাজেট বাস্তবায়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য-চলমান উন্নয়ন প্রকল্প সময়মতো সম্পন্ন করা । প্রতিটি প্রকল্পের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা ।শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া। কৃষকদের প্রযুক্তিভিত্তিক সেবা বাড়ানো।গ্রামীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাসপূজায় দুবলার চরে যাওয়া যাবে পাঁচ রুটে
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশায় লাখো মানুষ দুর্ভোগে 
বন্দরগুলোর সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ঢাকা চেম্বারের
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক
শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা
আত্ম-অন্বেষণের দীক্ষা নিয়ে বাড়ি ফিরবেন লালন ভক্তরা
১০