পটুয়াখালী, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পাঁচ পৌরসভা টপকিয়ে দ্বিতীয় বারের মতো জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় সেরা হয়েছে বাউফল পৌরসভা। এর আগে গত জুলাই মাসে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করে বাউফল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমিনুল ইসলামের তত্ত্বাবধানে বাউফল পৌরসভা সর্বোচ্চ নম্বর পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রথম হলো।
আজ সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় বাউফল পৌরসভাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাউফল পৌর প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমন্বিত হারে বাউফল পৌরসভার অর্জন ১৪৮ শতাংশ। যা বছরের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী পৌরসভা।
তাদের অর্জন ১০১ শতাংশ। কুয়াকাটা, গলাচিপা এবং কলাপাড়া পৌরসভার অবস্থান যথাক্রমে তৃতীয় ৯৪ শতাংশ, চতুর্থ ৯৩ শতাংশ ও পঞ্চম ৭২ শতাংশ।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাসসকে বলেন, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বাউফল পৌরসভা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। এর আগে গত জুলাইতে বাউফল প্রথম এই কৃতিত্ব অর্জন করে।
তিনি বলেন, ‘সেরা হওয়াটা অবশ্যই দারুণ আনন্দের এবং অনেক খুশির। সেটা যদি হয় দ্বিতীয়বারের মতো তাহলে খুশিটা একটু বেশিই লাগে। তবে এই কৃতিত্ব আমার একার নয়। এটা বাউফল পৌরবাসীর সাফল্য।
তাদের সবার সম্মিলিত সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।’
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপপরিচালক মো. জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়াসহ জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।