প্রতীক প্রাপ্তির ব্যাপারে কমিশনের সাথে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে চায় এনসিপি

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৫১ আপডেট: : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:১৮
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  তাদের প্রতীক প্রাপ্তির ব্যাপারে কমিশনের সাথে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে চায়।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি  দল সাক্ষাৎ শেষে এ কথা জানান। 

এই বৈঠকে উপস্থিত ছিলেন— এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ইসি’র পাঠানো চিঠির জবাব দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছি। আমরা বিশ্বাস করি, ইতিবাচক সমাধান আসবে এবং ইনশাল্লাহ শাপলা প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নেব।’

তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে চারটি বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। প্রথমত, ভোটার তালিকা থেকে মৃত ও প্রবাসী ভোটার অপসারণ; দ্বিতীয়ত, প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা; তৃতীয়ত, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং চতুর্থত, প্রতীক বরাদ্দে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।’

এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে চাই। প্রতীক বরাদ্দে যেন সব দলের প্রতি সমান আচরণ করা হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’

যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের দল প্রতীক বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। শাপলা প্রতীক এনসিপি’র পরিচয় বহন করে, তাই আমরা সেটিই ধরে রাখতে চাই।’

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা জানান, ‘আমরা আইনগত কাঠামোর মধ্যে থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আশা করি, কমিশন গণতান্ত্রিক চেতনার প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গঠনে কমিশনের উদ্যোগকে সমর্থন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০