মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:০৮

মাদারীপুর, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ যাত্রীবাহী বাস ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে শাহ আলম মাতুব্বর (৫৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে জেলা শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম মাতুব্বর জেলার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মৃত হোসেন মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকা থেকে মাহিন্দ্রাযোগে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন শাহ আলম মাতুব্বরসহ কয়েকজন যাত্রী। পথিমধ্যে মাহিন্দ্র গাড়িটি ইটেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়িটি উল্টে গিয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহ আলম মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেয়ার পথেই  শাহ আলম মাতুব্বরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
ঢাবিতে বিনামূল্যে ফার্স্ট এইড প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করছে ডাকসু
১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস
নতুন বাড়িভাড়া গ্রহণ করে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন : প্রত্যাশা শিক্ষা উপদেষ্টার
১০