চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫)- কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার নাছির উদ্দিন রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে। এর আগে তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, নাছির উদ্দিনের বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।