জামালপুর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জামালপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হাসিনা বেগম সভায় সভাপতিত্ব করেন। জেলার সকল সরকারি দপ্তরের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ইফতেখার ইউনুস সভা পরিচালনা করেন।
সভায় জেলা প্রশাসক পরিবেশ বিভাগের সাম্প্রতিক কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, পানি দূষণের উপর আরও বেশি মনোযোগ দেওয়া হবে। তিনি পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা শুরু করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যকারিতা জোরদার করার উপরও জোর দেন জেলা প্রশাসক।