ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:২০

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।

আজ ভোরে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি পিকআপ চম্পকনগর এলাকায় আসলে বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে পিকআপটি তল্লাশির জন্য থামায়। তখন পিকআপের চালক ও সহযোগী পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বলসহ পিকআপটি জব্দ করে। 

জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, 'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০