ঢাবি দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৮
ছবি : বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বিভাগীয় জ্যেষ্ঠ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, সহযোগী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ, অনারারি অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আসাদুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সহমর্মিতা, বিনয়, সততা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও কর্মজীবনে সফলতা অর্জন সম্ভব। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলার মধ্য দিয়েই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।”

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
ঢাবিতে বিনামূল্যে ফার্স্ট এইড প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করছে ডাকসু
১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস
নতুন বাড়িভাড়া গ্রহণ করে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন : প্রত্যাশা শিক্ষা উপদেষ্টার
১০