পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:০০

পিরোজপুর, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ, ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং চিকিৎসা সেবায় নানা অনিয়মের দায়ে দু’টি বেসরকারি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টাকে ৬১ হাজার টাকা জরিমানা এবং সাতটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, সৌদিপ্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাশে দেয়া হয়েছে। এছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তবে অভিযানকালে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সৌদি প্রবাসী ডায়াগনস্টিক সেন্টার -এর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেলে ওই সাত প্রতিষ্ঠান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
১০