ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:০৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্ক্রিনিংয়ের জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা অনুযায়ী প্রতিবছর সাড়ে ছয় লাখ মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে মৃত্যুহার কমানো সম্ভব। তাই সচেতনতার কোনো বিকল্প নেই।”

আজ রোববার নগরীর চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত “ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার”- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’- এই নীতিকে আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল জোনকে ‘পিংক জোন’ হিসেবে সাজানো হয়েছে, যা নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।”

নাগরিক সেবা প্রসঙ্গে মেয়র জানান, “শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা জরুরি। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।”

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ-এর ইসি কমিটির চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম, ইসি সেক্রেটারি ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ এবং ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০