ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিজিএইচআরআই) যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে।
আজ রোববার দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ এ উদ্যোগের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ‘ফার্স্ট এইড বুট ক্যাম্প’-এ অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখার সুযোগ পাবেন। এর মধ্যে বেসিক লাইফ সাপোর্ট, অজ্ঞান হওয়া, হাড় ভাঙা, পোড়া, খাদ্যে বিষক্রিয়া, সাপের কামড়, নিজস্ব পরিচ্ছন্নতা, নারীর স্বাস্থ্যবিধি, চোখে আঘাতের চিকিৎসা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
ডাকসুর জিএস ফারহাদ বলেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফার্স্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এমন সুযোগ নেই। এই ঘাটতি পূরণে আমরা শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ দিচ্ছি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের জন্য ডাকসু বেশ কিছু উদ্যোগ নিচ্ছে।
আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুত করা।
এ সময় ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম. এম. আল মিনহাজ বলেন, প্রথমে প্রতিটি হল থেকে কয়েকজন শিক্ষার্থীকে বেছে নিয়ে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
একটি নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য হলো জরুরি মুহূর্তে হাসপাতালের চিকিৎসা পাওয়ার আগেই শিক্ষার্থীরা যেন প্রাথমিক চিকিৎসা নিতে পারে।