জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২১:৩১
ছবি : বাসস

খুলনা, ১৯ অক্টোবর, ২০২৫(বাসস): জাপানে ‘সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাত শিক্ষার্থী।

খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলতি বছরের প্রথম দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জাপান সফর করবেন। ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. সোহেল মাহমুদ শের এই দলের নেতৃত্ব দেবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- ইসিই ডিসিপ্লিনের মাস্টার্স ’২৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী এবং ব্যাচেলর ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা।

জাপানে অবস্থানকালে তারা ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে বিভিন্ন ল্যাব পরিদর্শন, কর্মশালা, সেমিনার ও শিল্পকারখানা ভ্রমণে অংশ নেবেন। পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপটিক্যাল কমিউনিকেশন ও আধুনিক প্রযুক্তিতে জাপানের অগ্রগতির বিষয়ে জানবেন এবং দেশটির সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন।

এর আগে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।

তিনি অংশগ্রহণকারীদের এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করে জাপানে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।

চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী বিদেশ সফর করেছেন।

উপাচার্য বলেন, এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
১০