চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক অভিযানে বাঁশখালী থানায় ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন জলদাস (৪০) ও রাংগুনিয়া থানায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোনা মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর মোজাফ্ফর হোসেন আরো জানান, বাঁশখালীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন পটিয়ার ধলঘাট এলাকায় অবস্থান করছে ওই তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাংগুনিয়ার ধর্ষণ মামলার আসামি সোনা মিয়া লালানগর ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।