১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২১:০৮
ফাইল ছবি

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে আজ ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। দীর্ঘ ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাঝে টানা চারটি সিরিজে হার ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছিল টাইগাররা।

দীর্ঘদিন পর সিরিজ জিততে পেরে দলের পারফরমেন্সের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৭৬ রান করেন টাইগার দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও দু’জনই হতাশ করেন। সৌম্য ৯১ ও সাইফ ৮০ রানে আউট হন।

সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের চার স্পিনার। মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ১০ উইকেট ভাগাভাগি করে নিলে ৩০ দশমিক ১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম ও রিশাদ ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সৌম্য।

তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে দুই ওপেনার সৌম্য-সাইফের প্রশংসা করেছেন মিরাজ, ‘সিরিজের শেষ ম্যাচে আমাদের শুরুটা বেশ ভালো ছিল। সৌম্য এবং সাইফ দারুণ ব্যাট করেছে। এই উইকেটে রান করা সহজ ছিল না। কিন্তু সৌম্য-সাইফ প্রথম ২০ ওভারে অনেকগুলো বাউন্ডারি মেরেছে।’

তিনি আরও বলেন, ‘শেষ ৪ ম্যাচে আমরা ভাল ব্যাট করতে পারিনি। তারপরও আমরা ইতিবাচক ছিলাম। আমরা সবাই একমত ছিলাম যে, আমাদের ইতিবাচকভাবে খেলতে হবে, তবেই বড় রান আসবে।’

সিরিজে ৩ ইনিংসে বল করে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন স্পিনার রিশাদ হোসেন। পাশাপাশি ব্যাট হাতে ৬৮ রান করায় সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন রিশাদ। পরের দুই ওয়ানডেতে সমান ৩টি করে উইকেট শিকার করেন এই ডান-হাতি স্পিনার।

সিরিজ সেরা রিশাদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘পুরো সিরিজে রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে। পাশাপাশি ভালো ব্যাটিংও করেছে। সবাই এক সাথে পারফরমেন্স করলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাকে সবাই সমর্থন করছে এবং সব কৃতিত্ব পুরো দলের।’

ধারাবাহিকভাবে পারফরমেন্স করলে ভবিষ্যতে ওয়ানডেতে দল আরও ভাল করবে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘অনেক দিন পর আমরা ওয়ানডে খেলছি।

ধারাবাহিকভাবে খেলতে পারলে আমরা আরও ভাল করব। আশা করি আগামী বছর আমরা আরও বেশি ওয়ানডে খেলব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০