ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : এক ম্যাচ বাকী থাকতেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২ উইকেটে হারিয়েছে ভারতকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেট জিতেছিল অসিরা। আজকের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ার বার্টলেটের তোপে ১৭ রানে ২ উইকেট হারায় ভারত। অধিনায়ক শুভমান গিল ৯ ও বিরাট কোহলি রানের খাতা খোলার আগেই আউট হন। আগের ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম টানা দুই ম্যাচে শূন্য হাতে বিদায় নিলেন তিনি।
তৃতীয় উইকেটে ১৩৬ বলে ১১৮ রানের জুটিতে ভারতকে ভালো অবস্থায় নেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ৭টি চার ও ২টি ছক্কায় ৯৭ বলে ৭৩ রানে আউট হন রোহিত। হাফ-সেঞ্চুরির পূর্ণ করে ৭ চারে ৬১ ৭৭ বলে ৬১ রান করেন আইয়ার।
১৬০ রানের মধ্যে রোহিত-আইয়ার ফেরার পর অক্ষর প্যাটেল ৪১ বলে ৪৪, হার্ষিত রানার ১৮ বলে ২৪ এবং আর্শদীপের ১৩ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত। ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান করে তারা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪টি ও বার্টলেট ৩টি উইকেট নেন।
জবাবে ৫৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড ২৮ ও অধিনায়ক মিচেল মার্শ ১১ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করেন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। ব্যক্তিগত ৩০ রানে রেনশ থামলেও, হাফ-সেঞ্চুরি তুলে ফেরেন শর্ট। ৪ চার ও ২ ছক্কায় ৭৮ বলে ৭৪ রান করেন তিনি। পঞ্চম উইকেটে কুপার কনোলির সাথে ৫৫ রানের জুটি গড়েন শর্ট।
দলীয় ১৮৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে শর্ট ফেরার পর, ষষ্ঠ উইকেটে মিচেল ওয়েনকে নিয়ে ৩৯ বলে ৫৯ রানের জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন শর্ট।
শেষ দিকে ১৪ রানে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারালে, ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু বার্টলাটের দৃঢ়তায় ২২ বল বাকী থাকতে জয় পায় অস্ট্রেলিয়া। ৫ চার ও ১ ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৬১ রান করেন বার্টলেট। ভারতের আর্শদীপ-হার্ষিত ও সুন্দর ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জাম্পা।
আগামী ২৫ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।