শেরপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : শেরপুরের পাহাড়ি সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে চোরাই মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। এ সময় একটি অটোরিকশাও জব্দ করা হয়।
এসব চোরাচালান পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিজিবি ক্যাম্পের টহল দল বুরুঙ্গা কালাপানি দিয়ে পাচারের সময় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশা জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।