
রাঙামাটি, ২৮ অক্টোবর, ২০২৫(বাসস) : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সকালে রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদ-এর নেতৃত্বে লংগদু সদর হাসপাতালে দুদকের এ অভিযান পরিচালনা করা হয়।
আহমেদ ফরহাদ হোসেন বাসসকে বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা আজ সকাল থেকে হাসপাতালে অভিযান পরিচালনা করে অনিয়মের কিছু সত্যতা পেয়েছি।
তিনি বলেন, ‘হাসপাতালের বেহাল দশার পাশাপাশি খাবারে অনিয়ম রয়েছে। হাসপাতাল পরিচালনার নিয়ম ও শৃঙ্খলার সাথে বাস্তবের কোনো মিল নেই। এমনকি সরকারি বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করা হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে’।
হাসপাতালের দায়িত্বে থাকা লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন না বলে জানান দুদকের এই কর্মকর্তা।