অনিয়মের অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:০০
আজ সকালে রাঙামাটির লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

রাঙামাটি, ২৮ অক্টোবর, ২০২৫(বাসস) : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সকালে রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদ-এর নেতৃত্বে লংগদু সদর হাসপাতালে দুদকের এ অভিযান পরিচালনা করা হয়। 

আহমেদ ফরহাদ হোসেন বাসসকে বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা আজ সকাল থেকে হাসপাতালে অভিযান পরিচালনা করে অনিয়মের কিছু সত্যতা পেয়েছি।

তিনি বলেন, ‘হাসপাতালের বেহাল দশার পাশাপাশি খাবারে অনিয়ম রয়েছে। হাসপাতাল পরিচালনার নিয়ম ও শৃঙ্খলার সাথে বাস্তবের কোনো মিল নেই। এমনকি সরকারি বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করা হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে’।

হাসপাতালের দায়িত্বে থাকা লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন না বলে জানান দুদকের এই কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘জার্নি আউটডোরস বাংলাদেশ’
আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখবে: বিআরইউআর ভিসি
প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষা পরিপন্থি পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা 
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
১২ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার
রাজবাড়ীতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ 
আওয়ামী লীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহ্বান মঞ্জুর 
তুরষ্কের ফুটবলে বেটিংয়ের সাথে জড়িত দেড়শ রেফারি
১০