
রাজবাড়ী, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বীর মুক্তিযোদ্ধাদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল গফুর সর্দার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা মো. আলি ইমরান।
সহায়তা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনজনকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং দুইজনকে জনপ্রতি পাঁচহাজার করে টাকা প্রদান করা হয়।