
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : কালাম সিদ্দিকির দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে ৫ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। কালাম ১০১ রান করেন।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানের সূচনা করেন আফগানিস্তানের দুই ওপেনার খালিদ আহমাদজাই ও ওসমান সাদাত। ৩৪ রান করে ফিরেন আহমাদজাই। ১৫ রানে থামেন সাদাত।
এরপর মিডল অর্ডারে বাংলাদেশ বোলারদের একাই শাসন করেছেন উজাইরুল্লাহ নিয়াজাই। ১৬টি চার ও ১টি ছক্কায় ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন নিয়াজাই। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন পেসার ইমন। এছাড়া রিজান হোসেন ২ উইকেট নেন।
জবাবে ৬০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ যুব দল। টপ অর্ডারে জাওয়াদ আবরার ১০, রিফাত বেগ ২৬ ও অধিনায়ক আজিজুল হাকিম খালি হাতে বিদায় নেন।
চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন কালাম ও রিজান। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন কালাম। ১১টি চারে ১১৯ বলে ১০১ রান করে আউট হন কালাম।
দলীয় ১৯৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে কালাম ফেরার পর পঞ্চম উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রিজান ও এমডি আব্দুল্লাহ। এতে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তুলে বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতায় ম্যাচের ইতি টানেন দুই অনফিল্ড আম্পায়ার। এসময় বৃষ্টি আইনে ৫ রানে জয় পায় বাংলাদেশ। রিজান ৭৫ ও আব্দুল্লাহ ১২ রানে অপরাজিত থাকেন।
আগামী ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।