জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২১:১৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা জীব বৈচিত্র্য, পরিবেশগত স্বাস্থ্য নিয়ে কথা বলি। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয়।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিনদিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এই ধরণের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তরুণ গবেষকরা তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। তিনদিনের এই সম্মেলনে তরুণরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আজকে যে স্বীকৃতি পেয়েছে তা দেখে আমি অভিভূত হয়েছি। এই সম্মেলন প্রমাণ করে গবেষণার প্রতি দেশের তরুণ সমাজের যথেষ্ট আগ্রহ রয়েছে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরণের গবেষণাধর্মী আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘সম্মেলনে ওয়ান হেলথ বিষয়ে প্রেজেন্টেশন ছিলো উৎসাহব্যঞ্জক। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ান হেলথ কনসেপ্টকে ধারণ করে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। কারণ ওয়ান হেলথ নিয়ে আমরা এখনো লড়াই করছি। আমরা সবসময় মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবি। কিন্তু প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য ঠিক না থাকলে, মানুষের স্বাস্থ্য রক্ষা করা যাবে না।’

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওমর ফারুক ইউসুফ। সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক।

গত তিন দিন দেশি-বিদেশি প্রায় পাঁচ শতাধিক গবেষকদের পদচারণায় মুখর ছিল সিভাসু প্রাঙ্গণ। তিনদিনের টেকনিক্যাল সেশন শেষে কম্বাইন্ড প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ। প্লেনারি সেশনে অংশ নেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রখ্যাত নেফ্রোলজিস্ট প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রবোধ বোরাহ, ভিয়েতনামের হ্যানয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশন এর অ্যাসোসিয়েট প্রফেসর সন গুয়েন লান হুং এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা. শফিউল আহাদ সরদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০