
চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাশঁখালী থানাধীন সরল এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রসী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে র্যাব-৭ এবং সেনাবাহিনী যৌথভাবে সরল উত্তর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ৩টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।