সাড়ে ৫ ঘণ্টা পর লন্ডনগামী ফ্লাইটের উড্ডয়ন

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:২০
ফাইল ছবি

সিলেট, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর উড্ডয়ন করেছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইট। 

আজ বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সিলেট ছেড়ে যায়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছে। 

তিনি বলেন, দুর্ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ফ্লাইটটির যাত্রা দীর্ঘ হওয়ায় বিমানটি পর্যবেক্ষণ করা হবে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। এই কারণে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হয়। বেলা আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানোর কথা ছিল। যাবতীয় প্রক্রিয়া শেষে বিমানটি বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। ক্ষতিগ্রস্ত বিমানটি রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
১০