সিলেটে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৩৯ আপডেট: : ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫১

সিলেট, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেট নগরের নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এই উদ্যোগের মাধ্যমে সিলেট মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার, মেস ও কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট কাগজপত্রের ফটোকপি নিজ নিজ থানায় জমা দিতে হবে।

পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, এই সিস্টেমের মাধ্যমে সিলেটের নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। যা ভবিষ্যতে অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
১০