
মাদারীপুর, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে তাইবা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু তাইবা জেলার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুরেরর মোশাররফ মাতুব্বরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু তাইবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।