
বান্দরবান, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজ বুধবার দুপুরে থানচি উপজেলায় বলিবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিককে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিককে এককালীন সহায়তা হিসেবে জনপ্রতি নগদ ১৫ হাজার টাকা এবং দুই বান ঢেউটিন প্রদান করা হয়।
এছাড়া জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো’র ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেককে অতিরিক্ত দুইহাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।