রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৮

রাজশাহী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): পিকআপ ভ্যানের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে দুই মাদক কারবারিকে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার জেডা গ্রামের পিকআপচালক শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের আলম (২৫)। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর অভিযানিক দল জানতে পারে কারবারিরা মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে পুঠিয়ার বিড়ালদহ মাজারস্থ নাটোর-রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে দুই কারবারিকে পিকআপসহ গ্রেপ্তার করে। পরে পিকআপ তল্লাশি করে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপ করে মালামাল পরিবহনের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
পে-কমিশনের সঙ্গে ইউজিসি মতবিনিময়, সর্বোচ্চ বেতন দেড় লাখ করার প্রস্তাব
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ছাড়
ঝিনাইদহে কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা
বোয়ালখালীতে চার দোকানিকে জরিমানা
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
জমকালো আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
নির্বাচন নিয়ে সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল
১০