
মুন্সীগঞ্জ, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জর টঙ্গিবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির দায়ে হোটেল মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলার টঙ্গিবাড়ী বাজার এলাকায় বাবুল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অধিদপ্তর টঙ্গিবাড়ী বাজার এলাকা মনিটরিং করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির দায়ে বাবুল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. বাবুল মহাজনকে ১০ হাজার টাকা জারমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।