ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩০
বৃহস্পতিবার ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে হরিণাকুণ্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট মো. আব্দুল মজিদ বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
পে-কমিশনের সঙ্গে ইউজিসি মতবিনিময়, সর্বোচ্চ বেতন দেড় লাখ করার প্রস্তাব
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ছাড়
ঝিনাইদহে কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা
বোয়ালখালীতে চার দোকানিকে জরিমানা
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
জমকালো আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
নির্বাচন নিয়ে সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে বিএনপির : মির্জা ফখরুল
১০