হাবিপ্রবি'র উন্নয়নে পরিকল্পনা কমিশনের ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ প্রদান

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:১০
ফাইল ছবি

দিনাজপুর, ৩০ অক্টোবর, ২০২৫(বাসস) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) উন্নয়ন শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশন ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি অনুমোদন প্রদান করেছে। হাবিপ্রবি'র ইতিহাসে একটি মাইল-ফলক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার  দুপুরে হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,হাবিপ্রবি উন্নয়নে প্রেরিত উন্নয়ন প্রস্তাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সুপারিশ অনুযায়ী, পরিকল্পনা কমিশন প্রস্তাবিত অর্থ বরাদ্দ প্রদান অনুমোদন করেছেন।

চলতি বছর  হাবিপ্রবি'র বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও টেকসই শিক্ষা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ১২-তলা একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণ, শিক্ষক-কর্মকর্তা আবাসন ভবন নির্মাণ, প্রশাসনিক ভবনের ৪র্থ ও ৫ম তলা সম্প্রসারণ নির্মাণ, মেডিকেল সেন্টারের ১ম ও ২য় তলা সম্প্রসারণ করণ, ২-তলা নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক নির্মাণ, কনফারেন্স সুবিধা সহ আধুনিক জিমনেশিয়াম এবং মসজিদের অনুভূমিক সম্প্রসারণ নির্মাণ এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস সেকশনের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় এলাকায়  অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, সাব-স্টেশন, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ, বাউন্ডারি ওয়াল ও ভূমি উন্নয়নসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন করণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, অফিস ও আইটি সরঞ্জাম আধুনিকীকরণ করা হবে। এতে শিক্ষা ও গবেষণার মান উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. এনামুল্যাহ এই অর্থ বরাদ্দের জন্য  পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে যাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যায় নির্ধারণ করা যায়, এ বিষয়টি নিশ্চিত করবেন বলে তিনি জানান।

প্রকল্পটি বাস্তবায়িত হলে হাবিপ্রবির একাডেমিক পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে। সেই সঙ্গে আবাসন সংকট নিরসনসহ সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০