
চট্টগ্রাম, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : মহানগরীর শেরশাহ কলোনির একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোররাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জানিয়ে বায়েজিদ ওসি কামরুজ্জামান বলেন, তাকে আদালতে সোপর্দ করার পরে আদালত গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছে।
গিয়াস উদ্দিন চন্দনাইশ উপজেলার কানাই মাদারির মৃত শেখ আহমদ নবী চৌধুরীর ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সদস্য ও নগর ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু তালেবের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর লাঠিসোটা নিয়ে হামলায় অংশ নেন গিয়াস উদ্দিন। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান।
গিয়াস উদ্দিন সম্প্রতি আবারো সক্রিয় হয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন বলে স্থানীয়রা জানান, তাদের অভিযোগ, গিয়াস দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত। তিনি শেরশাহ কলোনির সরকারি দিঘির পশ্চিম পাড় পুরো অংশ দখল করে সেখানে শতাধিক কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘর নির্মাণ করে ভাড়া আদায় করেন বলে জানা গেছে। এতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন তিনি। বর্তমানে এলাকার দাপুটেদের চাঁদা দিয়ে ওইসব ভাড়াঘর দখলে রেখেছেন।