বাকৃবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি 

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১১ আপডেট: : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১৫
ছবি : বাসস

ময়মনসিংহ (বাকৃবি), ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের ৮ জন, ভেটেরিনারি অনুষদের ৪ জন, পশুপালন অনুষদের ৪ জন এবং মৎস্য বিজ্ঞান অনুষদের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।

এ অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বা দুই সেমিস্টারের ভিত্তিতে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি এই বৃত্তির গুরুত্ব তুলে ধরে অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করার আহ্বান জানিয়ে বলেন যাতে ভবিষ্যতে আরও অনেকেই মেধা ও পরিশ্রমের মাধ্যমে এমন বৃত্তির সুযোগ পেতে পারে। 

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে এই সংস্থা কাজ করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতাভুক্ত।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০