
খাগড়াছড়ি, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিন শতাধিক স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার দুর্গম রেজা মনি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে সেনাবাহিনীর ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম ও ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।