
নাটোর, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : সচেতনতা সৃষ্টির মাধ্যমে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান হয়েছে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত বৈঠকে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বিটিবিএম কলেজের সহকারী অধ্যাপক ফারাজী আহম্মদ রফিক বাবন।
বৈঠকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. নাসির রানা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আকতার।
বৈঠকে বক্তারা বলেন, মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব সমাজের শান্তি নষ্ট করে। তাই গুজবের অনুসারী না হয়ে সঠিক তথ্য উদঘাটন করতে হবে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব।
বৈঠকে গুজব প্রতিরোধ ছাড়াও টাইফয়েড টিকাদান, ডেঙ্গু প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক আয়োজন করা হয়। পরে বিভিন্ন ইস্যুভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী করা হয়।