
খাগড়াছড়ি, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা ও পানির সহজ জোগানের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে খাগড়াছড়ি বাজার।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি পৌরসভার পান বাজার গলিতে কয়েকজন ব্যবসায়ীর গুদামে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিলিভার গ্রুপের এক পরিবেশকের গুদাম, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিবেশকের গুদাম এবং শাহজালাল স্টোরের মুদি মালামালের গোডাউন পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী এরশাদ উল্লাহ বলেন, গুদামগুলো বন্ধ ছিল। হঠাৎ আগুন লাগে জানতে পেরে ৯৯৯ এ কল দিই। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেরি হলে ভয়াবহ ক্ষতি হতো, কারণ আশপাশে আরও অনেক ব্যাবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি রয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল স্টোরের মালিক জাফর আলম বলেন, আমার গুদামে প্রায় ৭-৮ লাখ টাকার বিভিন্ন ধরনের মুদি মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।
কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা আনিসুল ইসলাম অনিক জানান, আজ সকালে প্রায় ১২ লাখ টাকার পণ্য গুদামে আসে। এর আগে ৫-৭ লাখ টাকার পণ্য মজুদ ছিল। এর মধ্যে সানলাইট ব্যাটারি, গ্যাস লাইটারসহ বিভিন্ন পণ্য ছিল।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. নূরের নবী বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।