চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ৩ দোকান মালিককে জরিমানা 

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৫৪
আজ চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ৩ দোকান মালিককে জরিমানা । ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩ দোকান মালিককে ২৮ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক জানান, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগজ্ঞ এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় পণ্যে উৎপাদনের মেয়াদোত্তীর্ণ তারিখ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় মো. সিহাব উদ্দিনের মেসার্স বাবু স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া দন্ত চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় মো. শাকিব হোসেনের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ডেন্টালকে ৩ হাজার ও মো. আরিফুজ্জামান ফরজের প্রতিষ্ঠান মেডিকেল এন্ড ডেন্টালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ দোকান মালিককে মোট ২৮ হাজার টাকা অর্ধদণ্ড প্রদান করা হয়। 

এসময় আরও কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও দন্ত চিকিৎসালয় পরিদর্শন করা হয় এবং যথাযথ সনদ ব্যবহার, মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয় ও মানহীন পণ্য/ওষুধ বিক্রয় না করার নির্দেশনা প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০