চট্টগ্রামে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২১:০৪

চট্টগ্রাম, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৬০০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পুরাতন পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট মজলিশ বিবির দীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ বাদশা (৪০) ও মানিকছড়ি থানার টিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকার আব্দুল হকের পুত্র আনোয়ার হোসেন (৩১)।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
১০