‘কানেকশন্স থ্রু কালচার গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৫’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২১:১৯

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অংশীদারিত্ব এবং সৃজনশীল সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘কানেকশন্স থ্রু কালচার গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল।

অনলাইনে প্রস্তাবনার আহ্বানের মাধ্যমে নির্বাচিত ১৯টি দেশে মোট ১২৭টি অনুদান প্রদান করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশে এই বছর সাতটি প্রকল্পকে অনুদান দেওয়া হয়েছে। ২০২৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশে চালু হওয়া এই গ্রান্ট প্রোগ্রামের আবেদন ও অনুদানের সংখ্যা এই বছর প্রায় দ্বিগুণ হয়েছে, যা শিল্পীদের মধ্যে আগ্রহ ও অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

বাংলাদেশ থেকে নির্বাচিত প্রকল্পগুলোতে কেহকাশা সাবাহ এবং যুক্তরাজ্যের বেনজামিন কুক ‘মিডনাইটস থার্ড চাইল্ড’ প্রকল্পে যৌথভাবে কাজ করবেন। পাঠশালা ইনস্টিটিউট এবং যুক্তরাজ্যের গ্রেইন প্রজেক্টস সিআইসি আলোকচিত্রীরা ‘রেজিস্টেন্স, রি-ইমাজিন : ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি রেসিডেন্সি’ প্রকল্পে কাজ করবেন। জিহান করিম এবং যুক্তরাজ্যের প্লে অফিসের থমাস বাকলি ‘এ শেয়ারড জার্নি অব লার্নিং অ্যান্ড ক্রিয়েশন’ প্রকল্পে এক্সআর, ইমারসিভ স্টোরি টেলিং ও মৌখিক ইতিহাস ব্যবহার করে স্মৃতি, প্রবাস এবং পরিচয় নিয়ে কাজ করবেন। ব্যাক আর্ট ফাউন্ডেশনের শুভ ও সাহা এবং যুক্তরাজ্যের স্টেট অব দ্য [আর্ট]-এর মুনোটিদা চিনইয়াঙ্গা ‘টু প্লেসেস অ্যাট ওয়ান্স’ প্রকল্পে শব্দ ও গল্প বলার বয়ান ভঙ্গি ব্যবহার করে জলবায়ু, অভিবাসন ও আত্ম-পরিচয়কে গুরুত্ব দেবেন।

সুন্দরম এবং যুক্তরাজ্যের বার্ডস অব প্যারাডাইস থিয়েটার কোম্পানি ‘দ্য স্পেস বিটুইন আস : থিয়েটার, অ্যাক্সেস অ্যান্ড এক্সচেঞ্জ’ প্রকল্পে যৌথ কর্মশালা ও মেন্টরশিপের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিল্পীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক পারফরম্যান্স উপস্থাপন করবেন। বাংলাদেশের সুরকার নীল কামরুল এবং বার্মিংহাম কনটেম্পোরারি মিউজিক গ্রুপ (বিসিএমজি) ‘দ্য স্টোরি অব মায়া : হোমকামিং’ প্রজেক্টে যৌথভাবে কাজ করবেন, যা বিসিএমজি-এর ‘মিউজিক ইন ডায়লগ’ সিরিজের অংশ। দৃক পিকচার লাইব্রেরি এবং যুক্তরাজ্যের বুক ওয়ার্কস ‘আনবাইন্ডিং বুকবাইন্ডিং’ প্রকল্পে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাতে তৈরি বই বাঁধাইয়ের কৌশল ও আধুনিক নকশা সংমিশ্রিত করবেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব আর্টস সাদিয়া রহমান বলেন, ‘এই সাতটি প্রকল্প যুক্তরাজ্য ও বাংলাদেশের শিল্পী ও সংগঠনগুলোর মধ্যে যৌথ সৃজন, সহ-উৎপাদন এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজের সুযোগ তৈরি করছে। নতুন, উদ্ভাবনী ও আকর্ষণীয় উদ্যোগগুলো শিল্পের শক্তি ও সংলাপের গুরুত্ব প্রমাণ করছে।’

আর্টস ডিরেক্টর রুথ ম্যাকেঞ্জি, সিবিই বলেন, ‘এই প্রোগ্রামের বৈচিত্র্য, নতুন চিন্তা ও শিল্পচর্চার সংমিশ্রণে সীমান্ত পেরিয়ে শান্তি, আস্থা ও সমৃদ্ধি আনয়নে শিল্পের ভূমিকা শক্তিশালী করছে।’ ব্রিটিশ কাউন্সিল এই পর্বে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরোপজুড়ে অনুদান প্রাপ্তদের জন্য প্রায় ১১ লাখ ৯৬ হাজার ২৩৩ ব্রিটিশ পাউন্ড সমমূল্যের অনুদান প্রদান করছে।

‘কানেকশন্স থ্রু কালচার’ ব্রিটিশ কাউন্সিলের আর্টস সংক্রান্ত একটি অনুদান প্রোগ্রাম, যা যুক্তরাজ্য এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন সাংস্কৃতিক সম্পর্কের বিকাশ ঘটাতে এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নতুন উদ্যোগ ও অংশীদারিত্বকে সমর্থন করতে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
১০