খুলনায় মাদকসহ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:১৪
ছবি : বাসস

খুলনা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গতকাল রোববার রাতে তাকে ঢাকা-খুলনা মহাসড়কের কুদিরবটতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃত ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিপাড়া ইউনিয়নের মো. রাসেল শিকদার ওরফে সজীব (২১)।

মাদক কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল গতকাল রাত সোয়া ১০টার দিকে রূপসা থানা এলাকার কালী মন্দিরের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সজীব তার গ্রাহকের খোঁজে সেখানে ঘোরাফেরা করছিল। এ ঘটনায় দপ্তরের ‘খ’ সার্কেলের খুলনা জেলা অফিসের উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১৪ মামলা
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
তিন জেলায় দুদকের অভিযান: চিকিৎসা, রপ্তানি ও নির্মাণ খাতে অনিয়ম উদ্‌ঘাটন
১০