
খুলনা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রোববার রাতে তাকে ঢাকা-খুলনা মহাসড়কের কুদিরবটতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিপাড়া ইউনিয়নের মো. রাসেল শিকদার ওরফে সজীব (২১)।
মাদক কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল গতকাল রাত সোয়া ১০টার দিকে রূপসা থানা এলাকার কালী মন্দিরের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সজীব তার গ্রাহকের খোঁজে সেখানে ঘোরাফেরা করছিল। এ ঘটনায় দপ্তরের ‘খ’ সার্কেলের খুলনা জেলা অফিসের উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।