কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৪:০০
ছবি : বাসস

কুমিল্লা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ সোমবার বেলা ১১টায় কুমিল্লা ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে। এসময় টহল দলটি পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

এ বিষয়ে সোমবার বেলা ১১টায় কুমিল্লা ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি বলেন, বিজিবির পেশাদারিত্বের ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পণ্য পাচার রোধে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্নের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১৪ মামলা
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
তিন জেলায় দুদকের অভিযান: চিকিৎসা, রপ্তানি ও নির্মাণ খাতে অনিয়ম উদ্‌ঘাটন
১০