২০২৫ সালে গ্যাস সিস্টেম লস ১.২৫ শতাংশ কমিয়েছে জিটিসিএল

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২০:১৮

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) গ্যাস সিস্টেম লস ২ দশমিক ০৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ২৫ শতাংশের নিচে নামিয়ে এনেছে।

পেট্রোবাংলার মুখপাত্র তরিকুল ইসলাম খান আজ বাসসকে বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে জিটিসিএল-এর সিস্টেম লস ছিল প্রায় ৩ শতাংশ, যা এখন ১ দশমিক ২৫ শতাংশের নিচে নেমে এসেছে।

তিনি আরো বলেন, জিটিসিএল-এর ট্রান্সমিশন লাইনে গ্যাস গ্রহণ এবং অফ-টেকের মধ্যে কারিগরি পার্থক্য কমাতে কার্যকর পদক্ষেপের ফলে চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে সিস্টেম লস যথাক্রমে শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং ১ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

জিটিসিএল কর্তৃপক্ষ নিয়মিত যৌথ মিটার রিডিং ও অফ-ট্রান্সমিশন পয়েন্টে যাচাই, নির্ধারিত সময় অন্তর মিটারিং স্টেশনের ক্যালিব্রেশন এবং মিটারিং সিস্টেমের সঠিক পরিচালনা নিশ্চিত করেছে।

জিটিসিএল-এর তথ্য অনুযায়ী, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ইনটেক ও অফটেক পয়েন্টে স্থাপিত মিটারিং সিস্টেমের ক্যালিব্রেশন এবং কনফিগারেশন সম্পন্ন করেছে এবং টারবাইন মিটারের সঙ্গে ইলেক্ট্রিক ভলিউম কারেক্টর (ইভিসি) সংযোগের সাথে তাদের সঠিকতা যাচাই করেছে।

তারা একাধিক মিটারের পরিবর্তে একটি একক মিটারিং সিস্টেম চালু করেছে এবং মিটারবিহীন বাইপাস গ্যাস লাইনগুলো অপসারণ ও সিল করে দিয়েছে।

জিটিসিএল কর্তৃপক্ষ নিয়মিত জয়েন্ট মিটার রিডিং ও অফট্রান্সমিশন পয়েন্টে যাচাই, নির্ধারিত সময় অন্তর মিটারিং স্টেশনগুলোর ক্যালিব্রেশন এবং মিটারিং সিস্টেমের সঠিক পরিচালনা নিশ্চিত করেছে।

জিটিসিএল-এর তথ্য অনুযায়ী, গৃহীত কার্যকর পদক্ষেপগুলো গ্যাস সিস্টেম লস কমিয়ে এনেছে এবং ২০২৪-২০২৫ অর্থবছরে কর-পরবর্তী নিট মুনাফা নিশ্চিত করেছে প্রায় ২৪৭ কোটি ৮৯ লাখ টাকা নিশ্চিত করেছে। 

বর্তমানে জিটিসিএল-এর ব্যবস্থাপনায় মোট পাইপলাইনের দৈর্ঘ্য ২ হাজার ১৭৭ দশমিক ৬০ কিলোমিটার। জিটিসিএল প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস (দেশের মোট গ্যাসের চাহিদার প্রায় ৮৪ শতাংশ) ছয়টি বিতরণ কোম্পানিকে সরবরাহ করছে।

মহেশখালী ভাসমান স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে স্থানীয় গ্যাস এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ২১টি ইনটেক পয়েন্টের মাধ্যমে জিটিসিএল-এর গ্যাস পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে।

পরবর্তীতে জিটিসিএল পরিচালিত উচ্চ-চাপ পাইপলাইন থেকে ৬৩টি অফ টেক পয়েন্টের মাধ্যমে ছয়টি বিতরণ কোম্পানিতে গ্যাস সরবরাহ করা হয়।

মোট ৬৩টি অফটেক পয়েন্টের মধ্যে ২৫টি জিটিসিএল-এর নিয়ন্ত্রণাধীন এবং বাকি ৩৮টি বিতরণ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

সরকার ২০২৩ সালের ১ জানুয়ারি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে(জিটিসিএল) সিস্টেম লস কমানোর নির্দেশ দেয়। 

জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন ভূঁইয়া সারা দেশে কেন্দ্রীভূত উচ্চচাপ গ্যাস পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের জাতীয় সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। 

বর্তমানে জিটিসিএল সংশ্লিষ্ট কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়ন করছে, যার ফলে প্রযুক্তিগত গড়মিল/সিস্টেম লস কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

কর্তৃপক্ষের যথাযথ পর্যবেক্ষণের কারণে জিটিসিএল-এর উচ্চ-চাপযুক্ত গ্যাস ট্রান্সমিশন পাইপলাইনে গ্যাস চুরির কোনো শঙ্কা নেই।

জিটিসিএল-এর সিস্টেম লস মূলত প্রযুক্তিগত কারণ, ইনটেক ও অফ-টেক মিটারিং ত্রুটি ও লাইন প্যাকের তারতম্যের কারণে ঘটে।

প্রযুক্তিগত লসের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-গ্যাস মিটারিং স্টেশনগুলোর ধারণক্ষমতার কম থাকা ও নিম্ন চাপে পরিচালনা এবং বিভিন্ন ধরনের মিটারের ব্যবহার।

জিটিসিএল-এর একজন কর্মকর্তা জানান, গ্যাস পরিমাপের জন্য চার্ট রেকর্ডারের পরিবর্তে ফ্লো কম্পিউটার দিয়ে স্থাপন, ভূগর্ভস্থ আন্তঃসংযোগ স্থায়ীভাবে অপসারণ এবং ফেঞ্চুগঞ্জ, কৈলাসটিলা এবং মুচাই প্রান্তে মিটার স্থাপন সম্পন্ন হয়েছে।

অফ-ট্রন্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও সংস্কারের চলমান প্রকল্প এবং গ্রাহক মিটারিং বন্ধের কাজ শেষ হলে সিস্টেম লস গ্রহণযোগ্য মাত্রায় নেমে আসবে। 

জিটিসিএল বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন প্রকল্প এবং যমুনা রেলসেতুতে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন প্রকল্পসহ দুটি প্রকল্প সম্পন্ন করেছে। 

এছাড়াও আরও তিনটি পাইপলাইন নির্মাণ প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলো হলো, জিটিসিএল-এর অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও সংস্কার প্রকল্প, বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন প্রকল্প, এবং ধানুয়া-ময়মনসিংহ গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০