আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিকিউরিটিজ আইন ও বিধিবিধান ভঙ্গের দায়ে আইএফআইসি ব্যাংক পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৮০তম কমিশন সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে এ আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে জানানো হয়, ‘আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ও ১ হাজার কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটি ইস্যু করে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল)। বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক পিএলসি। আর এ্যাডভাইজার ও অ্যরেঞ্জার হিসেবে কাজ করেছে আইএফআিইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রচারণায় বন্ডটি ‘আইএফআইসি আমার বন্ড’ নামে উপস্থাপন করা হয়, যা দেখে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মনে করা হয় যে বন্ডটি আইএফআইসি ব্যাংক সরাসরি ইস্যু করেছে। বাস্তবে ব্যাংকটি ছিল কেবল জামিনদাতা, ইস্যুকারী নয়।

বিএসইসি জানায়, এ ধরনের তথ্য গোপন ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করার শামিল। পূর্বে একই বিষয়ে কমিশনের ৯৬৫তম সভায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। গত ৩০ জুলাই কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আজকে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আইন লঙ্ঘনের দায়ে সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০