দিনাজপুরে মাদকসহ একজন আটক

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:১১ আপডেট: : ০৫ নভেম্বর ২০২৫, ১৪:২৫
দিনাজপুরে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়।ছবি: বাসস

দিনাজপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার নশিপুর গ্রাম থেকে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় এ অভিযান পরিচালনা করে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিদর্শক মো. আব্দুর রহমান এর নেতৃত্বে একটি টিম গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামে অভিযান চালায়। ডিএনসির অভিযান টিম ওই গ্রামের সোহরাব আলীর পুত্র মো. পসির উদ্দিনের বাড়ির একটি ঘর থেকে অভিনব কায়দায় রাখা ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সূত্রটি জানায়, জেলার সদর উপজেলার নশিপুর গ্রামের সোহরাব আলীর পুত্র মো. পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিন এর পুত্র মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) এর শয়ন কক্ষ তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. পশির উদ্দিনকে আটক করা হয়। পশির উদ্দিনের পুত্র মহসিন আলী ওরফে মেহেরুল অভিযান চলাকালে কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার মূল্য ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার পলাতক পুত্র মহসিন আলী ওরফে মেহেরুল(২৪)কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল মঙ্গলবার রাত ১২টায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়েরকৃত মামলার আসামি পসির উদ্দিনকে আজ বুধবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
খুলনা বিভাগীয় ভোক্তা অধিকারের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মধ্যে সরিষা বীজ বিতরণ
চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর
রাজবাড়ীতে বিএনপি প্রার্থী আলী নেওয়াজের নির্বাচনী ক্যাম্পেইন শুরু
১০