
খুলনা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দ্বিতীয় দিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, অনলাইনের মাধ্যমে কর প্রদান একটি সময়োপযোগী ও স্বচ্ছ প্রক্রিয়া। এটি শুধু করদাতাদের জন্য সুবিধাজনকই নয়, বরং জাতীয় অর্থনীতিকেও গতিশীল করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পেশাগত দায়িত্বের পাশাপাশি নাগরিক দায়িত্বও পালন করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ট্যাক্স সংক্রান্ত জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, ট্যাক্স রিটার্ন দাখিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি থাকে। এই প্রশিক্ষণ সেই ভয় বা জটিলতা দূর করতে সহায়ক হবে। অংশগ্রহণকারীরা এখন নিজেরাই অনলাইনে রিটার্ন সাবমিশন করতে সক্ষম হবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. ফখরুল ইসলাম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার নেফাউল ইসলাম সরকার। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।