
চট্টগ্রাম উত্তর (রাঙ্গুনিয়া), ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক মো. গিয়াস উদ্দিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন উপজেলার কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালা ধোপাঘাট মুন্সিবাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি গিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নীচ থেকে ১টি দেশীয় পাইপ গান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ১টি বড় কিরিচ, ২টি দা, ৩টি ছুরি উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।