
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার অক্টোবর মাসে কিছুটা কমে ৮.১৭ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮.৩৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতার কারণে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্যপণ্যের মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৭.০৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.৬৪ শতাংশ।
অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৯৮ শতাংশ।
গত মাসে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। তবে শহরাঞ্চলে তা সামান্য বৃদ্ধি পেয়েছে।