সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪১
ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি হাবিব বলেন, আগামী নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বিপ্লব মানেই শহীদ জিয়া। তিনি ক্ষমতায় গিয়ে সাড়ে ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছিলেন। আজকে তাই বিএনপি সমগ্র বাংলাদেশ একক দল হিসেবে পরিচিতি পেয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, আক্তারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানে যুদ্ধবিরতি প্রস্তাবের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে, জাতিসংঘের আশঙ্কা
সিপাহী-জনতার বিপ্লব দেশপ্রেমের অনন্য নজির : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
ঐকমত্য কমিশনের খরচ নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
আবারও ব্যর্থ পাক-আফগান শান্তি আলোচনা: অভিযোগ কাবুলের
ব্রাজিলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু, আহত ১৩০
রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের
জলবায়ু রহস্যের সূত্র মিলছে পামির পর্বতের বরফে
সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
গাজায় জিম্মির লাশ পেয়েছে রেডক্রস
১০