
মুন্সীগঞ্জ, ৮ নভেম্বর,২০২৫ (বাসস): জেলার গজারিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে গেছে।
পুলিশ জানায় , আজ শনিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়ায় দাসকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাজারের হোটেল, রেস্তোরা , ঔষধ , চায়ের দোকান এবং মনিহারির ৮ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে সম্পুর্ণ ভাবে ৫টি দোকান এবং ৩ টি দোকানের আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) শহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে টিটুর ঔষধের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।