প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে এক অনুষ্ঠানে কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি : বাসস

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা।

তিনি আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৫-২৬ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।

এ এস এম সালেহ আহমেদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য।

তিনি বলেন, সুতরাং সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সকলেরই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম।

ভূমি সচিব বলেন, সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ কারণে কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, জনকল্যাণে কাজ মানে হলো ভূমি সংক্রান্ত সেবা প্রদানে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। সাধারণ মানুষ যাতে ভূমিসংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পায়, সেটিই একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব। সেবা প্রদানকারীর আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতা নাগরিকের আস্থা বাড়ায় এবং সরকারের উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করে।

সচিব বলেন, বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনে ভূমি ব্যবস্থাপনা দ্রুত, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের মাধ্যমে ভূমির প্রকৃত তথ্য সংরক্ষণ ও মালিকানা নিশ্চিত হওয়ায় ভূমি প্রশাসন আরও কার্যকর হচ্ছে।

তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা সত্যিই অপরিসীম। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ভূমি জরিপ, এল ডি এম এস এবং অনলাইন রেকর্ড ব্যবস্থাপনা সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করেছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা এসব ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা ‘স্মার্ট ভূমি সেবা’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-সচিব ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো. মোমিনুর রশীদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী।

এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
১০