সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৫

সাতক্ষীরা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শার্ট, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা এবং বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে আজ রোববার দিনভর চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সদর উপজেলার চেকপোস্ট এলাকা ভারতীয় শার্ট ও কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল কলারোয়া উপজেলা গেড়াখালি ও ভাদিয়ালী থেকে মদ ও ওষুধ জব্দ করে।

এছাড়া, গাজিপুর বিওপির আভিযানিক দল সদর উপজেলার আলীর ঘের থেকে, তলুইগাছা বিওপির আভিযানিক দল কুলবাগান থেকে, মাদরা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী থেকে ওষুধ জব্দ করে।

হিজলদী বিওপির আভিযানিক দল শিশুতলা আমবাগান থেকে, ভোমরা বিওপির আভিযানিক দল সদরের লক্ষ্মীদাঁড়ি থেকে, বৈকারী বিওপির আভিযানিক দল শ্বশান ঘাট ও দাঁতভাঙ্গা থেকে, চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া থেকে এবং ঘোনা বিওপির আভিযানিক দল দাঁতভাঙ্গা থেকে ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৫ লাখ ৪২ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
১০