
লালমনিরহাট, ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার হাতীবান্ধা উপজেলায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে নেশা জাতীয় ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত গভীর রাতে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযানকালে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা এসব নেশাজাতীয় পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি’র টহল দল ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ৫০ বোতল নেশা জাতীয় ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।